হাতের মেহদীর রং মুছতে না মুছতেই, মটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল নরসিংদী সরকারী কলেজ ছাত্রী খাদিজার
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৮ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই মটর সাইকেলের ধাক্কায় অকালে প্রাণ গেল নরসিংদী সরকারি কলেজের মেধাবী ছাত্রী খাদিজা আক্তারের। ২৮ জানুয়ারি রবিবার সকাল ৮ টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি নরসিংদী সরকারি কলেজ থেকে বিবিএস (পাস) কোর্স এর পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে মটর সাইকেলের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৬ জানুয়ারি সকালে মারা যায়। খাদিজা আক্তারের বাড়ী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের নজরপুর গ্রামের জয়নাল আবেদীন এর কন্যা। ঘটনার দিন সে বিবিএস ফাইনাল পরীক্ষা দিয়ে উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম সিগনাল এর পৌরসভা সীমানা সাইনবোর্ডের পাশে সিএনজি থেকে নেমে ভাড়া দেয়ার সময় অপর দিক থেকে আসা বেপরোয়া মটর সাইকেল এর ধাক্কায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ ঘাতক মটর সাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে। নিহতের আত্মীয় কাশেম আলী জানান, বেপরোয়া মটর সাইকেলটি মেয়েটিকে ধাক্কা দিয়ে ২০ গজ হেচড়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনা স্থলেই সে অজ্ঞান হয়ে যায়। প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুমূর্ষ অবস্থায় নরসিংদী জেলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসা দেয়ার পর মৃত্যুবরণ করেন। মাত্র ৭ মাস হয়েছে তার বিয়ে হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ ঘাতক মটর সাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে। এ মটর সাইকেলটির বেপরোয়া চালক একই উপজেলার মেথিকান্দা গ্রামের ফজলু মিয়ার ছেলে পারভেজ। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহত খাদিজার মা রহিমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।