হরিনাকুন্ডুতে গরুতে ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, জাহিদুর রহমান তারিক, ৪ ডিসেম্বর ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামে গরুতে ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে
এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ওসি শওকত হোসেন জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের গরুতে গতকাল বিকালে একই গ্রামের নিয়ামত মন্ডলের সমর্থকদের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে। এ ঘটনার জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা আজ সকাল ৯ টার দিকে পার-মথুরাপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *