হরিণাকুন্ডুতে সরকারী কাজে বাধা দেওয়ায় দু’ব্যক্তির ৭ দিনের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধি, তারেক জাহিদ, ১৭ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য খেজমত আলী (৫২) ও একই গ্রামের শাহিন (২৭) নামে দু’ব্যক্তিকে সরকারী কাজে বাধা প্রদানের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন। তিনি জানান, বৃহস্পতিবার উপজেলার কুলবাড়িয়া গ্রামে সরকারী দায়িত্ব পালনে গেলে দু’ব্যক্তি সরকারী কাজে বাধা প্রদান করে। এ সময় তাদেরকে দন্ড বিধির ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী সরকারী কাজে বাধা প্রদানের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।