হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, মীর মোজাহারুল হক, ২৮ অক্টোবর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাসমত উল্লাহ হাসু-কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় আনন্দ কানন নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-আন্দোলন চলাকালে কুমিল্লা নগরীর টমসনব্রিজ এলাকায় হামলার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় যৌথবাহিনী বাগিচাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, হাসমত উল্লাহ হাসু শনিবার রাতে বাগিচাগাঁও এলাকার এক আত্মীয়ের বাসায় চিকিৎসার জন্য রাত্রি যাপন করতে আসেন। পরে রাতে সেখানে অবস্থানের পর রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।