স্কুলছাত্রী অদিতার হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৫ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে ফের ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঘন্পাব্যাপী সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেই তারা।
এসময় শিক্ষার্থীরা জড়ো হয়ে খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমার বোন কবরে? খুনি কেনো বাহিরে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই।
উল্ল্যে, বৃহষ্পতিবার ২২ সেপ্টেম্বর জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিকে (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) গ্রেফতার করে। শুক্রবার আদালত রনির ৩ দিনের মঞ্জুর করে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি রনি হত্যার কথা স্বীকার করে। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এর আদালত আসামি রনি ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।