সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালী ৬টি মসজিদে ঈদুল আযহা উদযাপন

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১৬ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সৌদি আরবের সঙ্গে মিল রেখে নোয়াখালী সদর ও বেগমগজ্ঞ উপজেলার ৬টি মসজিদে ঈদুল আযহা উদযাপন করেছে। ১৬ জুন রোববার সকাল ৮টা থেকে ৯টা পযর্ন্ত জেলার সদর ও বেগমগজ্ঞ উপজেলার ৬টি মসজিদে তারা ঈদের নামাজ আদায় করে।

মসজিদ গুলো হলো সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ ও বেগমগজ্ঞের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।

স্থানীয়রা জানান, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ৩০০ থেকে ৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরফের জামাতে ১৫ থেকে ২০ জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০ থেকে ১২ জন মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন। এ ছাড়া সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষি।ঠত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *