সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৭ ফেব্রুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ এক মহিলা কে আটক করেছে। আকটকৃত মহিলার নাম রাজিয়া খাতুন ( ৩৫)। সে বাবুলিয়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই ফরিদ হোসেন, এএসআই ফজলুল হক, নারী কনস্টেবল জুই ও সঙ্গীয় ফোর্স বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাঁকাল বাইপাস সড়কে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ রাজিয়া খাতুন(৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশের ঐ চৌকস টিম।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম প্রতিবেদক কে জানান, আটকৃত মহিলা একজন মাদক ব্যবসায়ী। তিনি জানান, আটককৃতের নামে সাতক্ষীরা থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ১২ তাং ০৫-০২-২০২০ খ্রিস্টাব্দ। তিনি আরো জানান, ধৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।