সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হলেন ডিবির ইনচার্জ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ২৪ নভেম্বর ২০১৯, (বিডি ক্রাইম নিউজ ২৪) :সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অক্টোবর/১৯ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর মাসের জেলার ৮ টি থানার অপরাধের ধরন বিশ্লেষণ করে বিভিন্ন ক্যাটাগরীতে অফিসারদের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরুস্কার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সাতক্ষীরা জেলা ব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় অথাৎ রেকর্ড ব্রেক পরিমান ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ও ভুয়া ডিবি পুলিশ আটক করে জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো: মহিদুল ইসলাম।
যোগদানের এক মাসের মধ্যেই তিনি ডিবি পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। বিশেষ করে লবণ গুজব ঠেকতে সাতক্ষীরা ডিবি পুলিশের তৎপরতা ছিলো প্রশংসনীয়।