সম্প্রীতি কালে কুমিল্লায় উৎসবমূখর দুর্গোৎসব-পুলিশ সুপার
কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৩ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শারদীয় দুর্গোৎসব ঘিরে কুমিল্লায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পূজামণ্ডপে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ প্রশাসনের সকল বিভাগ কাজ করছে- যাতে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে।’ মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগরীর কান্দিরপাড় কাত্যায়নী কালী বাড়ী ও ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশন মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তারমধ্যে শিক্ষা, সংস্কৃতির অন্যতম একটি উল্লেখযোগ্য জনপদ হচ্ছে এই কুমিল্লা। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটা ধরে রেখে উৎসবমূখর পরিবেশে দূর্গাপূজা উদযাপন করবো। পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার সদর সার্কেল মো. সোহান সরকার, ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনের সময় অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোওয়ারুল আজিম, গোয়েন্দা শাখা ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়া, কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত অমল কৃষ্ণ ধরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পূজা মণ্ডপে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জেলা পুলিশ। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি টহল থাকছে র্যাবের। এছাড়াও সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা পুলিশ। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে চলছে আইন-শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম।