শিবগঞ্জে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, মোঃ শাহ্ আলম, ১৮ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জাকারিয়া (৩৫)কে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো. রুস্তুম আলীর ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা হতে ৩৫ পিচ ইয়াবাসহ এএসআই এরশাদ সহ পুলিশের একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।