লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম-সেলিম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৯ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরা জর্জ কোর্টের এ্যাডঃ সাংবাদিক এ, বি, এম, সেলিম বলেন, জীবন বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু গ্রন্থগত বিদ্যা শিক্ষার্থীদের জীবনে সফলতা এনে দিতে পারে না। জীবনের সার্বিক সফলতার জন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলার অভ্যাস গড়ে তুলতে হবে।
আজ (রবিবার) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া তপবোন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি সাতক্ষীরা জর্জ কোর্টের এ্যাডঃ অসীম কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রথম মিটিং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের এ্যাডঃ মোঃ মোস্তফা জামান, প্রধান শিক্ষক রাম রন্জন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার, সুপদ কুমার, আবদুল গফুর, রেনুকা বালা, সরজিত কুমার, রামপ্রসাদ, সুকুমার, আক্তারুজ্জামান, শেফালী, শশীভুষন, কানাই, সাধন, রনজিত। নবনির্বাচিত সভাপতি স্কুলের উন্নয়নকল্পে সকলের সহযোগিতা কামনা করেন।