রাজৈরে সাংবাদিককে কুপিয়ে জখম
ফরিদপুর প্রতিনিধি, মামুন রাজ, ৩০ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন কবিরাজপুর ইউনিয়নের অর্ন্তগত কাটা গাং খাল পাড় এলাকা থেকে গত ২৭/০৭/২০১৮ ইং শুক্রবার রাতে মোঃ সাহাদাত হোসেন (৪৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সে এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের হাজী আঃ মান্নান মাতুব্বরের ছেলে, মোঃ সাহাদাত হোসেন, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক। সে কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক এবং সি.এন.এন বাংলা টিভির রাজৈর প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি।
পেশাগত দায়িত্ব শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে টেকেরহাট টু কবিরাজপুর সড়কের কাটা গাং খালপাড়া পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার মোটর সাইকেলের গতি রোধ করে তাকে মারপিট শুরু করে। পরে তারা সাংবাদিক মোঃ সাহাদাত হোসেনকে পাশ্ববর্তী কলাবাগানে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার চোখ, মুখ, হাত, পা বেঁধে ফেলে রাখে।
এ সময় তারা মোঃ সাহাদাত হোসেনের ব্যবহৃত মোটর সাইকেল, ক্যামেরা, মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। শনিবার সকালে তার গোঙানির শব্দ শুনে প্রাতঃভ্রমনকারীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় এলাকাবাসী আরও জানায়, ঐ জায়গায় নির্জন হওয়ার কারনে এর কিছুদিন আগে বিশিষ্ট সমাজসেবক মোকাই মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর ও বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মাতুব্বর ছিনতাইকারাীর আক্রমনের স্বীকার হন। এখানে প্রায়ই ধর্ষন ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল মোর্শেদ জানান, ঘটনাটা শুনেছি দোষীদের অতিসত্তর গ্রেফতারের চেষ্টা করা হবে।