রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণে নিন্মমানের কাজের অভিযোগ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৯ জুন, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা যায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল নির্মাণের টেন্ডার ২০১৮সালে হলেও এতোদিন কাজ না করে রংপুরের ঠিকাদার সেলিম গড়িমসি করে আসছিলেন।
২০১৮সালের কাজ ২০২২ সালে শুরু করলেও সেখানে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহার করা হয়। বাউন্ডারি ওয়াল নির্মাণে নতুন করে পিলার করার কথা থাকলেও পুরাতন পিলারের উপরেই নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার সেলিমের ম্যানেজার সুজন মিয়া। শনিবার ১৮ জুন দুপুর ১ঃ১৫ ঘটিকায় স্থানীয় যুবক এস এম সোহেল সহ এলাকাবাসী তাদের এই অনিয়ম দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এলাকাবাসীর চাপের মুখে ম্যানেজার সুজন স্থানীয় জনগন কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দামকি দিয়ে কাজ বন্ধ করে দেন।