রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৯ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন ২০২১ এর ৪ নং ওয়ার্ডের নির্বাচনকালীন সময়ে ৩৮ কালুয়া ভোটকেন্দ্র পরিদর্শন কালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে সর্ব্বোচ্চ বিচারের দাবীতে বুধবার ২৯ ডিসেম্বর দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় ছিনাই বাজার হাইওয়ে রোডে মুক্তিযোদ্ধা পরিবার এবং সর্বস্তরের জনসাধারাণ ও নবনির্বাচিত চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করার দাবীতে রাস্তায় দাঁড়িয়ে মানবন্ধন করেন।
তাদের দাবি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীকে ১২ ঘন্টা অবরুদ্ধ করেন। দিশারী পাঠাগারে জামাত শিবিরের কর্মীরা, তারা ছন্ধবেশে অবস্থান করে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তাই একতা বাজার আলোর দিশারী পাঠাগারে ঐসব জামাত শিবিরের ছদ্ধবেশী কর্মীদের কঠিন শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।