রাজারহাটে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২০ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ২০ মার্চ সকাল ১১ঃ০০ ঘটিকায় রাজারহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এর সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। সরকার কর্তৃক নির্ধারিত প্যাকেজে রয়েছে দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল। নিম্ন আয়ের মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ প্যাকেজের মূল্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়।
উক্ত প্যাকেজ বিতরণে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার এএইচএম রায়হান কবির, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রাজারহাট, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক এবং উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।