রাজারহাটে বেগম রোকেয়া দিবস পালিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ০৯ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ইং পালিত হয়। শেখ হাসিনার বারতা নারী -পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
৯ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২৯২১ইং উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নিজ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস) সমাজ উন্নয়ন কর্ম সংস্থা (সুকস),আরডিআএস বাংলাদেশ প্রমুখ।
উক্ত বেগম রোকেয়া দিবস অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মতার জয়ন্তী রাণীর সভাপতিত্বে এ আলোচনা শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা, পিআইও কর্মকর্তা সজিবুল করিম। রাজারহাট মডেল প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ অনেকেই।