রাজারহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩১ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাটে সোমবার বিকেল ৫ঃ০০ঘটিকায় পাইলট মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল লীগ অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার সার্বিক তত্ত্বাবয়ান করেন আব্দুল সালাম সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল খেলায় ছিনাই ইউনিয়ন ও উমরমজিদ ইউনিয়ন মুখোমুখি হন। খেলা নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ট্রাইববেকারে খেলা শেষ হয়। উমরমজিদ ইউনিয়ন ২-০গোলে ছিনাই ইউনিয়ন কে পরাজিত করে উপাজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন রেজাউল করিম রেজা।
চ্যাম্পিয়ন ট্রপি বিজয়ী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আলী সর্দারের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম। রানার্সআপ ট্রপি পরাজিত ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলুর হাতে তুলে দেন ওসি রাজু সরকার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হাকিম সবুজ, ইব্রাহিম আলম সবুজ প্রমুখ।