রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১১ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি মোতাবেক ৩ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুলকের মানবিক সহায়তায়। র্দীঘদিন রাজারহাট উপজেলাবাসীর স্বপ্ন রাজারহাটে একটি ফায়ার স্টেশনের অবশেষে অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাজারহাট বাসীর স্বপ্নপূরণ হল ফায়ার স্টেশনের শুভ উদ্বোধনের মাধ্যমে।
অনুসন্ধানে জানা যায়, রাজারহাট উপজেলায় ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সে এর ভবন স্হাপনের জন্য সরকারি বরাদ্দ ২০১৭ সালে আসলে রাজারহাট উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিস স্টেশনের ভবন নির্মানের জন্য মেকুরটারী গ্রামের মোঃ লুৎফর রহমানের রাজারহাট তিস্তা সড়ক সংলগ্ন এলাকার জমিতে ভবন স্থাপনের সিন্ধান্ত গৃহিত হয়।
কিন্তু লূৎফর রহমান আদালতে একটি লিখিত অভিযোগের মাধ্যমে জমি প্রদানে অস্বীকৃতি জানালে রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের বরাদ্দকৃত টাকা ফেরত যায়। মুখ থুবড়ে পরে উন্নয়ন প্রকল্পটি।
পরর্বতীতে ২০১৮ সালে বরাদ্দ আসলে উপজেলা প্রশাসন জমি অধিগ্রহন করতে না পারায় ২য় দফা সরকারি টাকা ফেরত যায়। পরবর্তিতে ৩য় দফায় ২০১৯সালে বরাদ্দ আসলে রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান রাজারহাট উপজেলাবাসীর উন্নয়নের স্বার্থে ও স্বপ্নপুরণের লক্ষে জমিদাতা হিসেবে সম্মতিঙ্গাপন করলে তৎকালীন রাজারহাট ইউএনও মুহাঃ রাশেদুল হক প্রধান ২০১৯ সালে ফায়ার সার্ভিস স্টেশনের জমি অধিগ্রহন করে ফায়ার সার্ভিস নির্মানের শুভ সুচনা করেন।
এ বিষয়ে রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তাই জনগণের স্বার্থে আমি আমার নিজস্ব ৩৪ শতাংশ জমি ফায়ার স্টেশন নির্মানের জন্য প্রদান করি। রাজারহাট উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের নির্মানের জন্য কেহই জমি দিতে চাচ্ছিলোনা। আমি জমিটি প্রদান না করলে হয়তবা ৩য় বারের মত ফায়ার স্টেশনের বরাদ্দ ফেরত যেত। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমি সবসময় জনগণের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকব।