রাজারহাটে প্রকৃত মৎস্যজীবিদের নামে বিল ইজারার দাবীতে মানব বন্ধন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৫ জুন, ২০২০ বিডি ক্রাইম নিউজ ২৪) : বৃহঃবার রাজারহাটের ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের কোটেশ্বর বিল স্থানীয় ভূমিহীন মৎস্যজীবিদের নামে লিজ প্রদানের দাবীতে মানব বন্ধন করেছে মৎস্যজীবিরা।
জানা গেছে, কোটেশ্বর বিলের পূর্বের ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বিলটি করোনা মহামারির কারনে যথাসময়ে ইজারা প্রদান করা হয়নি। এরমধ্যে ওই মৎস্যজীবিরা একাধিকবার উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেও ইজারা সংক্রান্ত কোন তথ্য পাননি। পরে মৎস্যজীবিরা ইজরার সময় ওই সমিতির নামে ইজারা গ্রহনের আশায় ওই বিলে নিজেদের অর্থায়নে ৪০মন মৎস্য পোনা ছাড়েন।
কিন্তু এরই মধ্যে দূরবর্তী একটি মৎস্য সমিতির নামে অমৎস্যজীবি ও প্রভাবশালীরা ওই বিলের ইজারা গ্রহণের দাবী জানান। এরই প্রেক্ষিতে বিলের তীরবর্তী প্রকৃত মৎস্যজীবিরা ফতেখাঁ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে মানব বন্ধনের আয়োজন করেন। তারা ফতেখাঁ মৎস্যজীবি সমবায় সমিতির নামে বিলটি ইজারা প্রদানের দাবী জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন,ফতেখাঁ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম,মৎস্যজীবি ধিলিপ কুমার,বিমল চন্দ্র,শরৎ চন্দ্র,রফিকুল ইসলাম প্রমূখ।