রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ভীমশর্মা ক্রিকেট প্রিমিয়ার লীগের খেলা অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৭ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মায় ক্রিকেট লীগের চতুর্থতম খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। আজ রবিবার চতুর্থতম ম্যাচে হারাগাছ ক্রিকেট একাদ্বশ বনাম বদ্যের বাজার ক্রিকেট একাদ্বশ মুখোমুখি হন। উক্ত খেলায় বদ্যের বাজার ক্রিকেট একাদ্বশ বিজয়ী হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি, রুকুনুজ্জামান রোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকিরপশা ইউনিয়ন যুবলীগের সভাপতি, সরকার অজয় কুমার। খেলার সার্বিক তত্ত্বাবধায়ন করেন মনিরুজ্জামান বাদল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আসাদ,শরৎ চন্দ্র রায়,সন্দিব রায়,সঞ্চয় কুমার রায় প্রমুখ।