রাজারহাটে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র কৃষকদের মাঝে ধানের চারা বিতরন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে কৃষি পূনবার্সন কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কমিউনিটি বীজতলায় উৎপাদিত নাবী জাতের রোপা আমন ধানের চারা বিতরন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড: মোঃ আব্দুল মুঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান বীজ বিতরন করেছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ছিনাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান, রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার নুরে তাসনিম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু প্রমূখ।