রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৬ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শনিবার ১৬ অক্টোবর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযথ ভাবে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদন ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন। উপজেলা প্রশাসন আয়োজনে সকাল ১১ঘটিকার সময় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব খাদ্য দিবস আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম, কৃষি কর্মকর্তা জনাবা সম্পা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াসমিন আক্তার ফাতেমা, সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম সহ বিভিন্ন কৃষক গন ও সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা কৃষির উৎপাদন ধান, পিঁয়াজ, রসুন, আঁদা, হলুদ, চাষা বাদের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ কৃষি প্রাধান দেশ প্রায় ৮০% লোক অতপ্রতো ভাবে কৃষির উপর নির্ভরশীল। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে,বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধির উপর জোরালো বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিতে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।