রাজারহাটে আসন্ন ছিনাই ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী-৭
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট উপজেলার ২নং ছিনাই ইউনিয়নে আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বৈশ্বিক মহামারী করোনার জাতাকলে নাজেহাল জাতির চারিদিকে অন্ধকার। তবুও রাজনীতি প্রবন বাঙ্গালী জাতির নির্বাচনী হাওয়ায় দুলছে। এবারে ছিনাই ইউনিয়নে ৭জন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু ও সাবেক চেয়ারম্যান নুরু মিয়া সহ ৫জন নতুন প্রার্থী এবারের ইউপি নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু গত ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নুরু মিয়াকে ৪৩৮ ভোটে পরাজিত করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আবারো দুজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ছিনাই ইউনিয়নের একাধিক বাসিন্দা।
নতুন প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় আছেন তরুণ প্রার্থী রুকুনুজ্জামান রোকন। তিনি ইতিমধ্যে বিলবোর্ড পোস্টার ও ব্যানার লাগিয়ে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতির ম্যাসেজ জনসাধারনের মাঝে পৌনছে দিচ্ছেন। বিশেষ করে তরুন সমাজে বেশ সাড়া ফেলেছেন রুকুনুজ্জামান রোকন। তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। করোনাকালীন সংকটের মধ্যেও সাধারণ ভোটার ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মনোযোগ আকর্ষন করতে স্বাস্থ্যবিধি মেনে রমজানে ইফতারের আয়োজন করে নেতাকর্মীদের দলীয় সমর্থন আদায় ও তার পক্ষে টানার চেষ্টা করছেন।