রাজারহাটে আমতলি যুব সংঘের উদ্যোগে ত্রাণ বিতরন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৯ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে আমতলি যুব সংঘের উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
রবিবার সকালে ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের সোনাবর মন্দির প্রাঙ্গনে আমতলি যুব সংঘের উদ্যোগে দিন মজুর, রিকসা চালক, শ্রমিক সহ দেড় শতাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি বকুল চন্দ্র মোহন্ত, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শৈলান চন্দ্র, দিপক মোহন্ত, সুমন, বিদেশী চন্দ্র প্রমূখ।