রাজারহাটে অফিসার্স ক্লাবে ছিন্নমুকুল এডুকেশন প্রকল্পের সভা অনুষ্ঠিত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২৯ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাট উপজেলায় বাংলাদেশ ছিন্নমুকুল সিবি সরদারপাড়া, কুড়িগ্রাম শাখার আয়োজনে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম সাব কম্পোনেট ২.৫ পিইডিপি-৪ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ঢাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
২৯ মার্চ সোমবার উপজেলা অফিসার্সক্লাবে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছিন্নমুকুল প্রোগ্রামের কুড়িগ্রামের নির্বাহী পরিচালক সহকারি অধ্যাপক দিলরুবা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক মোঃ মোশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত এ এইচ এম রায়হান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, আব্দুল লতিফ মির্জ্জা, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ।