রংপুর গংগাচড়ায় ইউপি সদস্যকে গণধোলাই
রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ০৬ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুরের গঙ্গাচড়ায় রেশন কার্ডের টাকা নেওয়ায় জনতার হাতে গণধোলাই হলেন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল হাসান খোকন।
জানা গেছে, উপজেলা বড়বিল ইউনিয়নে সরকারিভাবে রেশন কার্ডের জন্য এক হাজার কার্ড বরাদ্দ দেওয়া হয়। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার খোকন ৬০ জনের নামে কার্ড বরাদ্দ পান। তিনি প্রতিজনের কাছ থেকে এক থেকে দেড় হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। যারা টাকা কম দিয়েছে তাদের টাকা ফেরৎ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরের দিকে ওই এলাকার জনগণ মেম্বার খোকনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করতে গেলে সুকৌশলে খোকন তাদেরকে ফেরান। এক পর্যায়ে বাকবিতণ্ডা হলে উত্তেজিত লোকজন মেম্বারকে গণধোলাই দেয়। পরে গঙ্গাচড়া থানা পুলিশের এসআই ফারুক ঘটনাস্থল থেকে মেম্বারকে উদ্ধার করেন।
আবুল হাসান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন। ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, ওই তালিকা সংশোধন করা হয়েছে।