রংপুরে ৭জন পুলিশসহ বাড়ি ফিরলেন আরো ১৫ করোনা যোদ্ধা
রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ১৪ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সাত পুলিশ সদস্যসহ ১৫ জনকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবীর নেতৃত্বে তাদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। এসময় তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ নিয়ে মোট ২৯ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
এ বিষয়ে ডা. নূরুন নবী জানান, এ ১৫ জন রোগীর শরীরে করোনার উপসর্গ না থাকা এবং পর পর দু’বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বৃহস্পতিবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯ জন এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ১৯জন করোনা রুগী চিকিৎসাধীন আছে।