রংপুরে র্যাব ১৩ অভিযানে ৪৫ কেজি গাজা ও ১৭৬ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার-২
রংপুর প্রতিনিধি, এ জি মুন্না, ২৭ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুরে র্যাব ১৩ অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান মাদকসহ ২ জনকে গ্রেপ্তার। সোমবার (২৭ এপ্রিল) রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব ১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকার সুফিয়া ফিলিং ষ্টেশনর কাছে অভিযান চালায় র্যাব। অভিযানে ৪৫ কেজি গাজাও ১৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক ও ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট হাট পাটগ্রাম এলাকার ট্রাক চালক শামীম ইসলাম (২২) ও নীলফামারী ডোমার উপজেলার ট্রাক হেলপার মশিয়ার রহমান (২৫)। আটককৃতরা মাদক ব্যাবসায়ী সিন্ডিকেটর অন্যতম সদস্য।
আটককৃত ট্রাকটি লালমনিরহাট বুড়িমাড়ী স্থলবন্দর সিমান্ত থেকে পাথরবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রহনা করে এবং পথিমধ্যে লালমনিরহাট হাদিবান্দায় ফেডাসান বাজার এলাকায় বিশেষ কায়দায় গাজা ও ফেনসিডিল উত্তোলন করে।