রংপুরে মোট ৯৫জন পুলিশ করোনায় আক্রান্ত

রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ২৩ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মানবিকতার কাজ করতে গিয়ে সারাদেশের মত রংপুরেও করোনা আক্রান্ত হচ্ছে পুলিশ সদস্যরা। ১ মে থেকে ২২ মে পর্যন্ত রংপুর জেলা ও মহানগর পুলিশের ৯৫ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন আরও প্রায় শতাধিক সদস্য।

রংপুর জেলা পুলিশের তথ্যমতে, গত ১ মে পীরগাছা থানার এক পুলিশ সদস্যের প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে ২৩ মে পর্যন্ত জেলা পুলিশের ৭৬ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। অন্যরা বাড়িতে এবং ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অপরদিকে মহানগর পুলিশের তথ্য মতে, গত ৩ মে কোতোয়ালি থানা পুলিশের এক কর্মকর্তার প্রথম করোনা শনাক্ত হয়। ২৩ মে পর্যন্ত মহানগর পুলিশের ২৩ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন আরও ১৯ জন।
মহানগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার শামীমা পারভীন জানান, ২৩ মে পর্যন্ত মহানগর পুলিশের ২৩ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালসহ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আরও ১৯ জন সদস্য কোয়ারেন্টাইনে আছেন। পুলিশ লাইন্সসহ কোতোয়ালি থানার ব্যারাকে তারা কোয়ারেন্টাইন পালন করছেন।
জানতে চাইলে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আবু মারুফ হোসেন জানান, ২৩ মে পর্যন্ত জেলা পুলিশের ৭০ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।  এছাড়া ৮৩ জনের মতো সদস্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বাড়িতে কোয়ারেন্টাইন পালন করছেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের এবং পরিবারের সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ফলমূল ও ঔষধ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদ্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *