যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে : আইজিপি

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১১ ফেরুয়ারি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে।

সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে। কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তারা জানে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায়ও পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান আইজিপি। এময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *