যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য জাপান রেলওয়ের দুঃখ প্রকাশ, ২০ সেকেন্ড পূর্বে ট্রেন ছেড়ে যাওয়ার কারণে
জাপান, ১৭ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে একটি ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য জাপানের রেলওয়ে অপারেটর গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা ছেয়েছেন। জাপানের রাজধানী টোকিওর উত্তরাঞ্চলীয় শহরতলীর মধ্যে চলাচল করা তসুকুবা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের স্থলে ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে মিনামি নাগারাইয়ামা স্টেশন ছেড়ে যায়। ফলে যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এ ঘটনার ব্যাপারে যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। ট্রেনটি আগে ছেড়ে যাওয়ায় কোনো যাত্রী ট্রেন ধরতে পারেনি এমনটিও হয়নি।