মেঘনায় বেহুন্দা জালসহ আটক ১৬ জেলেকে অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০৩ এপ্রিল, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে থেকে আটককৃত ১৬ জেলেকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) দুপুরে মেঘনা সংলগ্ন তমরদ্দি-কাটাখালীতে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা। দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই তমরদ্দি ইউনিয়নের বাসিন্দা।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে ১০টি বেহুন্দি জাল সহ আটক করে কোস্টগার্ড। তারপর আটক জেলেদের মধ্যে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন তাদের মধ্যে ১৬ জনকে চার হাজার টাকা করে অর্থদন্ড করে। দুই জেলে অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদেরকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন।