মাদারীপুর র্যাব-৮ কর্তৃক গোপালগঞ্জ থেকে প্রাক্তন ইউপি সদস্য কে সরকারি চাউলসহ আটক
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৭ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৭-০৪-২০২০ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে, গোপালগঞ্জ জেলার সদর থানাধীন শুকতাইল ইউনিয়নস্থ পাইকের ডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য মান্নান শেখ মান্নুর বসত বাড়ী থেকে সরকারি বিভিন্ন প্রজেক্টের চাউল অসৎ উদ্দেশ্যে মজুদ করেছে অসছে।
এমন সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দলটি ১৬ তারিখ রাত্রে আনুমানিক ১টার সময় উক্ত বসত বাড়ীতে অভিযান চালিয়ে মান্নান শেখ মান্নুকে (৪৮), আটক করে। মান্নান শেখ পিতার নাম মৃত আক্কাছ শেখ, সাং-পাইকের ডাঙ্গা, থানাঃ গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ এবং তার বসত বাড়ী থেকে ৩৪৫(তিনশত পয়তাল্লিশ) কেজি সরকারি চাউল উদ্ধার করাহয়।
আটককৃত আসামীকে গোপালগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ডিএডি মোঃ সুলতান গিয়াস উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।