মাদারীপুর ধর্ষকদের বিচারের দাবীতে মানববন্ধন ও ১০ দফা
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ০৭ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরের রাজার চর ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ১০ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন ১০ দফা আমাদের কোন ব্যক্তিস্বার্থে নয়। বাংলাদেশের মানুষের কল্যাণে সুবিধাবঞ্চিত অসহায় মা বোনেদের অধিকারের কথাই তুলে ধরা হয়েছে, দেশ ও মানবতার কল্যাণে আমাদের এই ১০ দফা দাবি।
বক্তারা মানববন্ধনে ১০ দফা উল্লেখ করে বলেন,
১. ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের মুলোৎপাটনের জন্য শিক্ষার সর্বস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা আবশ্যিক ভাবে বাধ্যতামূলক করতে হবে।
২. ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের আইন পাশ ও দ্রুত সময়ে কার্যকর করতে হবে।
৩. ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং রায় দ্রুত কার্যকর করতে হবে।
৪. ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলতে সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।
৫. ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের শিকার সকলের চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে।
৬. ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগসহ যাবতীয় দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
৭. ধর্ষণকে জামিন অযোগ্য অপরাধ বলে ঘোষণা করতে হবে। আগামী তিন মাসের মধ্যে পূর্বে সংগঠিত সকল ধর্ষণ মামলার বিচারের কাজ নিস্পত্তি করতে হবে। কোন ধর্ষণ মামলায় প্রশাসনের কারো স্বজনপ্রীতি, গাফিলতি ধরা পড়লে অথবা টাকা নিয়ে নিষ্পত্তি করতে চাইলে কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৮. জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা এবং নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করতে হবে।
৯. সংস্কৃতি চর্চার নামে সকল প্রকার বেহায়া ও নির্লজ্জতা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। ভারতীয় অশ্লীল ছবি-ছায়াছবি, নাটক ইত্যাদি অবিলম্বে বন্ধ করতে হবে।
১০. সমাজের সর্বস্তরে কুরআন-সুন্নাহকে অগ্রগামী করে ন্যায় ও ইনসাফের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন, মাওলানা আব্দুল মাজেদ তালুকদার, পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হুসাইন।