মাদারীপুরে করোনায় জয়ী হয়ে বাড়ি ফিরলেন ছয় মাসের শিশু-কিশোর ভাই বোন
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ১০ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৬ মাসের এক শিশু ও তার ভাই (১৫) বছরের এক কিশোর করোনা ভাইরাসকে জয় করে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে রোববার দুপুরে বাড়ি ফিরেছেন। জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৪৯ জন, সুস্থ ২৯ জন এবং দুইজন মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, সদর উপজেলার বাহাদুরপুর এলাকার ৬ মাসের এক শিশু ও তার ভাই ১৫ বছরের এক কিশোর করোনা আক্রান্ত হলে আমরা তাদেরকে সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেই। চিকিৎসা শেষে তারা দুজন সুস্থ্য হন। সুস্থ্য হওয়া শিশু ও তার ভাই কিশোরের সাথে তাদের মা হাসপাতালের আইসোলেশনে ছিল। কিন্তু তার মা করোনায় আক্রান্ত হন নাই। শিশুর মায়ের রিপোর্ট নেগেটিভ আসে। দুজনই সুস্থ্য হওয়ায় রোববার দুপুরে তাদের ছাড়পত্র দেই। নতুন করে শিবচরের আক্রান্ত হওয়া ব্যক্তি ঢাকায় করোনা ভাইরাসে নিহত মাংস বিক্রেতার আত্মীয়। এ নিয়ে মাংস বিক্রেতার পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হলেন।