মাঠে নেমেছে সেনাবাহিনী
ঢাকা, ২১ জুলাই ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা রোধে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে কারফিউ জারির পর সেনা মোতায়েন করা হয়। সকালে রাজধানীর সড়কে তাদের টহল দিতে দেখা যায়। এ ছাড়া সারা দেশে ধীরে ধীরে সেনা টহল দল পৌঁছে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, সেনাসদস্যরা পুলিশ ও বিজিবি’র পাশাপাশি সড়কে টহল দিচ্ছেন। তারা সাধারণ মানুষকে বাইরে বের না হতে নির্দেশনা দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই সেনাসদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা সড়কে চেক পয়েন্ট তৈরি করে যানবাহন তল্লাশি করেন। যারা সড়কে বের হয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে অনুমতি থাকলে সামনে যেতে দেন। কারও অনুমতি না থাকলে বুঝিয়ে ফেরত দেয়া হয়। এ ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে সেনাসদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।