মাইজদী শ্রী শ্রী শিব মন্দিরের কমিটি গঠিত সভাপতি বাবু রিপন দেবনাথ ও সাধারান সম্পাদক সুমিতা রাণী
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৮ মার্চ, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী মাইজদীর নতুন বাস ষ্ট্যান্ড পুরাতন পুলিশ লাইন এর পাশে অবস্থিত “শ্রী শ্রী শিব মন্দিরের” কমিটি গঠিত হয়েছে। শিব মন্দিরে বাবু রিপন দেবনাথকে সভাপতি ও সুমিতা রাণীকে সাধারান সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠিত হয়েছে। এছাড়া উক্ত শিব মন্দিরে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুকে ( প্রধান উপদেষ্টা) রাখা হয়েছে। সম্প্রতি গত ১৫ নভেম্বর ২০২৩ইং তারিখে সকল সদস্যদের উপস্থিতে ১২ সদস্য বিশিষ্ঠ এই নব নির্বাচিত কমিটি গঠিত হয়েছে। দীর্ঘদিন পযর্ন্ত পূর্বের কমিটির কোন কার্যকক্র না থাকায় মন্দিরের কার্যক্রম সচল রাখার স্বার্থে পরিচালনা পর্ষদের উপস্থিতে নতুন কমিটি গঠিত হয়েছে।