মাইজদী প্রধান সড়কে ডিভাইডারে বৃক্ষ রোপন পদক্ষেপ গ্রহণের দাবি
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ১১ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী মাইজদী প্রধান সড়কে ডিভাইডারে বৃক্ষ রোপনে পদক্ষেপ গ্রহণের দাবিতে আওয়ামীলীগ/বিএনপির তরুন নেতাদের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেনদেনিং পলিটিকাল এন্ড স্কেপ প্রকল্পের আওতায় এ সংবাদ প্রকল্পের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাল্টি পার্টি এ্যাডভোকোসি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আদনান ও সদর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ইমরান হোসেন মূল সমস্যা তুলে ধরেন।
তারা জানান, মাইজদী সড়কের মাঝে ফাকা স্থানে বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণের আহবান জানান। তারা জানান, মাইজদী সোনপুর সড়কের ডিভাইডারের মাঝে বৃক্ষ রোপন করলে শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশও রক্ষা পাবে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুমা মমিন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু মিথুন, জেলা মহিলা বিএনপির সভাপতি ভিপি শাহানা, জেলা বিএনপি নেতা লিয়াকত আলী খান, ভিপি জসিম, সহ আওয়ামীলীগ/বিএনপি ও ডেমেক্রেসি ইন্টারনাশনালের কর্মকর্তা আবুল বাসার, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, বিধান ভৌমিক ,আবদুল মোতালেব, নুর রহমান, আজাদ ভূইয়া ও আকাশ মোঃ জসিম সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।