মনোহরদী ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ০৯ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী বাচ্চু বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার শুকুন্দী বাচ্চু বাজারে শুকুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শামীমের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ মামুনুর রহমান ভূইয়া শাখা ব্যবস্থাপক, ব্যাংক এশিয়া লিমিটেড হাতিরদিয়া ব্রাঞ্চ শাখা, সাইফুল ইসলাম ভূইয়া রিজিওনাল ম্যানেজার ব্যাংক এশিয়া, রাজিব মিয়া জেলা ব্যবস্থাপক ব্যাংক এশিয়া লিমিটেড, মোঃ জহিরুল ইসলাম ইউডিসিও এজেন্ট শুকুন্দী ইউনিয়ন প্রমুখ। মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।