মতলবে ২১টি গ্রামে ৩২.৯৭ কি.মি বিদ্যুৎ লাইন, ২৬৪৫টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ
চাঁদপুর, ২৮ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ২১টি গ্রামে, মোহনপুর থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া বীর বিক্রম এমপি। এতে মতলব উত্তর উপজেলার ১৯টি গ্রামে ৩২.৯৭ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে ৪ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ২ হাজার ৬৪৫টি পরিবার নতুন বিদ্যুতের সংযোগ পেলন।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম নুরুল আলম ভুইয়া জানান, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় আমরা শতভাগ বিদ্যুতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের সেপ্টেম্বরেরর মধ্যে মতলব উত্তর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন সম্ভব হবে। বর্তমানে প্রায় ৮০ ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি ২০ ভাগের কাজ চলমান আছে।
উদ্বোধনী বক্তব্যে চাঁদপুর-২ আসনের সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হলে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মাত্র ৩ হাজার ২০০ মেঘাওয়াট বিদ্যুৎ থেকে দেশে এখন ১৬ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। উন্নয়নের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। তাই প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে বিদ্যুৎ উন্নয়নে কাজ করছেন।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিবে। শতভাগ বিদ্যুতায়িত হলে সরকারের প্রায় ৪০ ভাগ উন্নয়ন কাজ শেষ হবে বলে আমি মনে করি। উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া সভাপতিত্ব করেন।