মওদুদ আহমদের কবর জিয়ারত করতে নেতা কর্মিদের ভিড়
কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু মওদুদ আহমদের কবর জিয়ারত শেষে নিজের ফেইসবুক অ্যাকউন্টে এক স্ট্যাটাসে লিখেন, আগেকার ঈদে আমাদের যাওয়া হতো মওদুদ স্যারের কাছ থেকে দোয়া পাওয়ার আশায়। আর আজকে যাওয়া হলো স্যারের জন্য দোয়া আর মাগফেরাতের জন্য প্রার্থনা করতে। যুগ যুগ ধরে মরহুম মওদুদ আহমদ নেতা-কর্মিদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যারা সুকৌশলেও প্রিয় নেতাকে অবজ্ঞা করার চেষ্টা করবে, নিশ্চিত ভাবে তারা সাধারণ কর্মীদের ভালোবাসা থেকে বঞ্চিত হবে। প্রার্থনা করি মহান আল্লাহ যেন প্রিয় নেতাকে জান্নাত নসিব করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৪০ সালের (২৪ মে) নোয়াখালী জেলার কোম্পানগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমদের জন্ম। ছয়বার মওদুদ আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দেশের এক বর্ণাঢ্য রাজনীতিক ছিলেন। তিনি আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি ছিলেন। এরশাদ সরকারের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তবে এর আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদ গত (১৬ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইন্তেকাল করেন।