ভোলা পৌরসভায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে, সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৩৬০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে
ভোলা পৌরসভা, ১৯ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ভোলা পৌরসভার উদ্যোগে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে চলতি অর্থবছরের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ৩৬০টি আইপি সিস্টেম সিসি ক্যামেরা স্থাপন করা হবে। একইসাথে ১ হাজার পয়েন্টে ১ হাজার স্পিকার (মাইক) লাগানো হবে বলেছেন পৌর মেয়র মো: মনিরুজ্জামান মনির। মেয়র জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে তারই ধারাবাহিকতায় ভোলা পৌরসভাকে স্পার্ক সিটি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শহরে ইভটিজিং, মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রন করা সম্ভব হবে। মেয়র মনির আরো বলেন, ১ হাজার মাইক স্থাপনের মাধ্যমে পৌর কতৃপক্ষ তাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ম্যাসেজ জনসাধারনের কাছে পৌঁছে দিতে পারবে। যেমন পৌর এলাকার কোন নাগরীকের মৃত্যুর খবর, রোজার মাসে সেহেরী ও ইফতারের সময় মাইকিং হবে। সিসি ক্যামেরায় যদি কোন কিছু ধরা পরে এসব মাইকে তাৎক্ষণিক ঘোষণা করা হবে। সিসি ক্যামেরার মূল নিয়ন্ত্রন পৌর কতৃপক্ষের কাছে থাকবে বলে মেয়র জানান।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন আরজু বলেন, শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, কালীবাড়ি মোড়, উকিল পাড়া, যুগির খোল, নতুন বাজার, কালীনাথ রায়ের বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে সিসি ক্যামেরা ও মাইক স্থাপন করা হবে। অত্যাধুনিক এসব ক্যামেরার সাথে নাইট ভিশন ক্যামেরা সংযুক্ত থাকবে। ফলে রাতেও কেউ কোন অপরাধ করলে পার পাবেনা। পৌরসভা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সূপারের কার্যালয় ও সদর থানায় সিসি ক্যামেরার ৩টি বুথ থাকবে। পৌরসভাকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ।