ভোলায় ১৭০২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ভোলা প্রতিনিধি, কামরুজ্জামান শাহীন, ০৪ এপ্রিল ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ভোলা সদরের আলীনগর গ্রাম থেকে ১৭০২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ এপ্রিল) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ পৌর এলাকার আলীয়াবাদের বাসিন্দা ফোরকান আলী (৫৩) ও তার স্ত্রী খালেদা বেগম (৩৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আলীনগর গ্রামের মৃধা বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৭০২ পিস ইয়াবাসহ এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, গত মাসে জেলায় ৭৫টি মাদক মামলার ৮৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৮৮১ পিস ইয়াবা, ২৪ কেজি গাঁজা ও ৩৬ পিস ফেনসিডিল। এছাড়াও, এপ্রিল মাসে মাদকের ৮ টি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেনসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।