ভারতে রাজস্থান রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রায় ৩২ জনের প্রাণহানি
নয়াদিল্লী, ২৩ ডিসেম্বর ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রায় ৩২ জন প্রাণহানী হয়েছে। জয়পুর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে একটি সেতু থেকে বাসটি ১শ’ ফুট নিচে নদীগর্ভে পড়ে এই সব লোকের প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ এই তথ্য জানায়। খবর এএফপি’র। স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে বানাস নদীতে পড়ে থাকা অর্ধ ডুবন্ত এ বাস থেকে লাশগুলো তুলে আনতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। জেলা ম্যাজিস্ট্রেট কৈলাশ চন্দ ভার্মা এএফপিকে বলেন, আমরা বাস থেকে ৩২ জনের লাশ উদ্ধার করেছি এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছি। কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে না পারলেও এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, অপর একটি গাড়িকে অতিক্রম করার চেষ্টাকালে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।