আমিন উর রশিদ ইয়াছিন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত

কুমিল্লা প্রতিনিধি, আবদুল মান্নান, ১৪ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন মনোনীত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘আমার ৩৫ বছরের রাজনীতিকে দল মূল্যায়ন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আনন্দের সঙ্গে কিছুটা চিন্তাও কাজ করছে, এত বড় দায়িত্ব যথাযথভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই জন্য সবার কাছে দোয়ার আবেদন রইল, আমি যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।’ পরিশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *