বৃষ্টি বিঘ্নিত দিনে শান্তর হাফ-সেঞ্চুরিতে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ

ঢাকা (খলাধুলা), ২৩ এপ্রিল, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) :বৃষ্টির কারণে দিনের প্রথম তিন ঘন্টা ভেস্তে যাবার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ৬ উইকেট হাতে নিয়ে ১১২ রানে এগিয়ে টাইগাররা। ৮২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান করেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১ ও জিম্বাবুয়ে ২৭৩ রান করেছিল। বৃষ্টির কারণে ৩ ঘন্টা পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়। আগের দিন ১ উইকেটের বিনিময়ে করা ৫৭ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। দিনের শুরুটা ভালো করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মোমিনুল হক। জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তারা। দিনের সপ্তম ওভারের পঞ্চম বলে পেসার ব্লেসিং মুজারাবানির শর্ট বলে প্রথম স্লিপে ক্রেইগ আরভিনকে ক্যাচ দেন জয়। ৬ চারে ৩৩ রান করেন তিনি। মোমিনুলের সাথে ৬০ রান যোগ করেন জয়।

দলীয় ৭৩ রানে জয় ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করেন মোমিনুল। তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করে সাজঘরে ফিরেন মোমিনুল। পেসার ভিক্টর নিয়ুচির বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন ৬ চারে ৪৭ রান করা মোমিনুল। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুজারাবানির দ্বিতীয় শিকার হন প্রথম ইনিংসের মত ৪ রান করা মুশি। ১৫৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর উইকেট পতন ঠেকাতে সাবধানে খেলতে শুরু করেন শান্ত ও নতুন ব্যাটার জাকের আলি। এই পরিকল্পনায় সফল হন তারা। ৯২ বল খেলে জুটিতে ৩৯ রান যোগ করার পর আলোক স্বল্পতায় বন্ধ হয় খেলা। ২৬ রানে জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। ৭টি চারে ৬০ রানে অপরাজিত আছেন টাইগার অধিনায়ক। ৩টি বাউন্ডারিতে ২১ রানে অপরাজিত রয়েছেন জাকের।মুজারাবানি ৫১ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ১৯১/১০, ৬১ ওভার (মোমিনুল ৫৬, শান্ত ৪০, মাসাকাদজা ৩/২১)।

জিম্বাবুয়ে : ২৭৩/১০, ৮০.২ ওভার (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মিরাজ ৫/৫২)।

বাংলাদেশ : ১৯৪/৪, ৫৭ ওভার (শান্ত ৬০*, মোমিনুল ৪৭, মুজারাবানি ৩/৫১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *