বিনা প্রয়োজনে ঘুরাফেরা ঠেকাতে চৌদ্দগ্রামে মহাসড়কে কঠোর অবস্থানে পুলিশ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২০ এপ্রিল ২০২০ ইং (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিনা প্রয়োজনে গাড়ি ও মানুষের যাতায়াত ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার কথা থাকলেও কিছু মানুষ বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে রাস্তায় যাতায়াত করছে-তাদেরকে ঘরে ফেরানোর জন্য কাজ করছে পুলিশ।
সোমবার বিকেলে মহাসড়কের লাটিমী এলাকায় চেক পোস্ট বসিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই আবুু বক্কর সিদ্দিক ও চৌদ্দগ্রাম থানার এএসআই আরিফ মাওলার যৌথ নেতৃত্বে পুলিশ সদস্যরা গাড়ির চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে।
বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে ঘুরাফেরা করা ব্যক্তিদের পুনরায় যাত্রা শুরুর স্থানে পাঠানো হয়। পুলিশের এমন উদ্যোগে মহাসড়কে জরুরী সেবার বাইরে থাকা কোন গাড়ি চলাচল করছে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।