বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চৌদ্দগ্রামে প্রশাসনের মানববন্ধন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ ডিসেম্বর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের বঙ্গবন্ধু স্কয়ারসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি আল আমিন সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মুজিবুর রহমান, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, প্রকৌশলী সুমন তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।