বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না-মুজিবুল হক এমপি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মো: আবদুল মান্নান, ২৫ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু একটির সাথে আর একটির অঙ্গঅঙ্গি ভাবে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ স্বাধীন হতো না। আমরাও স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী নানা কর্মসূচী হাতে নিয়েছে। গত শনিবার (২৫ শে জানুয়ারী) সকালে মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহিদ মিনার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা জেলা (দ:) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হজ এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবাহান ভূঁইয়া হাছান, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।
মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালী উল্লাহর সভাপতিত্বে এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আখতার হোসেন পাটোয়ারী, আবদুল বারীক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কামরুল হাছান মুরাদ, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল খায়ের, বাতিসা ইউপি চেয়ারম্যান জি.এম জাহিদ হোসেন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাছির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্র লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল সহ চৌদ্দগ্রাম উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।