বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রামে গাছের চারা বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম আনসার-ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ৪২৬ গ্রামে ২টি করে মোট ৮৫২ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবদুল হালিম প্রামাণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন ও বন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনসার-ভিডিপির সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।